গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জাতীয় মহিলা সংস্থা
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
কাপাসিয়া,গাজীপুর
০১.মহিলাদের আত্নকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্য়ক্রম
উদ্দ্যেশ্য ঃ ক) দারিদ্র বিমোচন করা ।
খ) আর্থিক সংগতিহীন মহিলাদের আত্নকর্ম সংস্থান সৃষ্টি করা ।
০২. ট্রেড কার্য়ক্রম
উদ্দেশ্য ঃ ক)দেশের বেকার দুঃস্থ্য মহিলাদের কার্য়ক্ষম করে গড়ে তোলা ।
০৩.বয়স্ক শিক্ষা কার্য়ক্রম
উদ্দেশ্য ঃ ক)অক্ষরঞ্জান দান করে আত্ন-নির্ভরশীল করে গড়ে তোলা ।
উলেখ্য ঃ অত্র উপজেলায় দর্জি বিজ্ঞান ও বয়স্ক শিক্ষা কার্য়ক্রমে ১৫+১৫ জন মোট ৩০ জন প্রশিক্ষনার্থীকে দুই ব্যচে ০৪ মাস প্রশিক্ষণ দেয়া হয় । প্রশিক্ষণ গ্রণের জন্য সংস্থা খেকে মাথাপিছু দৈনিক ২০/= টাকা হারে উপস্থিত ভাতা প্রদান করা হয় ।
০৪. মাণনীয় প্রধান মন্ত্রীর বিশেষ তহবিলের অর্থে পরিচালিত স্বকর্ম সহায়ক ঋণ কার্য়ক্রম
উদ্দেশ্য ঃ ক) দরিদ্র,বেকার,দক্ষ,অদক্ষ উদ্যোমি মহিলাদের ঋণ প্রদানের মাধ্যমে আত্ন-
কর্মসংস্থানের জন্য সুযোগ সৃষ্টি করা ।
এছাড়াও জাতীয় মহিলা সংস্থা জাতীয় জীবনের সকল ক্ষেত্রে মহিলাদের সচেতনতা বৃদ্বি করা,জাতীয় সকল উন্নয়ন কর্মকান্ডে মহিলাগণকে সম্পৃক্ত করা,মহিলাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সম্মেলন ,সেমিনার ও কর্মশালার ব্যবস্থা করা, দেশের প্রত্যন্ত অঞ্চলের সার্বিক ভাবে মহিলাদের উন্নয়ন নিশ্চিত করা ।
উপরোক্ত কার্য়ক্রমের মাধ্যমে মহিলা সংস্থা ১.সবার জন্য স্বাস্থ্য সেবা ২.ই পি আই কার্য়ক্রম টীকা দান কর্মসুচী ৩.স্যনিটারী ল্যাটিন ব্যবহার ৪.ছেলেমেয়েদের স্কুলে প্রেরন ৫.একটি সন্তানের নীতি জন্ম নিয়ন্ত্রন ৬.যৌতুক বিরোধী কার্য়ক্রম ৭.সামাজিক বনায়নের লক্ষ্যে সচেতনতা বৃদ্বির প্রচেষ্টা গ্রহন করা হয় ।
০১.মহিলাদের আত্নকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্য়ক্রম
উদ্দ্যেশ্য ঃ ক) দারিদ্র বিমোচন করা ।
খ) আর্থিক সংগতিহীন মহিলাদের আত্নকর্ম সংস্থান সৃষ্টি করা ।
০২. ট্রেড কার্য়ক্রম
উদ্দেশ্য ঃ ক)দেশের বেকার দুঃস্থ্য মহিলাদের কার্য়ক্ষম করে গড়ে তোলা ।
০৩.বয়স্ক শিক্ষা কার্য়ক্রম
উদ্দেশ্য ঃ ক)অক্ষরঞ্জান দান করে আত্ন-নির্ভরশীল করে গড়ে তোলা ।
উলেখ্য ঃ অত্র উপজেলায় দর্জি বিজ্ঞান ও বয়স্ক শিক্ষা কার্য়ক্রমে ১৫+১৫ জন মোট ৩০ জন প্রশিক্ষনার্থীকে দুই ব্যচে ০৪ মাস প্রশিক্ষণ দেয়া হয় । প্রশিক্ষণ গ্রণের জন্য সংস্থা খেকে মাথাপিছু দৈনিক ২০/= টাকা হারে উপস্থিত ভাতা প্রদান করা হয় ।
০৪. মাণনীয় প্রধান মন্ত্রীর বিশেষ তহবিলের অর্থে পরিচালিত স্বকর্ম সহায়ক ঋণ কার্য়ক্রম
উদ্দেশ্য ঃ ক) দরিদ্র,বেকার,দক্ষ,অদক্ষ উদ্যোমি মহিলাদের ঋণ প্রদানের মাধ্যমে আত্ন-
কর্মসংস্থানের জন্য সুযোগ সৃষ্টি করা ।
এছাড়াও জাতীয় মহিলা সংস্থা জাতীয় জীবনের সকল ক্ষেত্রে মহিলাদের সচেতনতা বৃদ্বি করা,জাতীয় সকল উন্নয়ন কর্মকান্ডে মহিলাগণকে সম্পৃক্ত করা,মহিলাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সম্মেলন ,সেমিনার ও কর্মশালার ব্যবস্থা করা, দেশের প্রত্যন্ত অঞ্চলের সার্বিক ভাবে মহিলাদের উন্নয়ন নিশ্চিত করা ।
উপরোক্ত কার্য়ক্রমের মাধ্যমে মহিলা সংস্থা ১.সবার জন্য স্বাস্থ্য সেবা ২.ই পি আই কার্য়ক্রম টীকা দান কর্মসুচী ৩.স্যনিটারী ল্যাটিন ব্যবহার ৪.ছেলেমেয়েদের স্কুলে প্রেরন ৫.একটি সন্তানের নীতি জন্ম নিয়ন্ত্রন ৬.যৌতুক বিরোধী কার্য়ক্রম ৭.সামাজিক বনায়নের লক্ষ্যে সচেতনতা বৃদ্বির প্রচেষ্টা গ্রহন করা হয় ।
১. গ্রামীন মহিলা উন্নয়ন প্রকল্প ।
২. ক্ষুদৃঋণ বার্যক্রম প্রকল্প
৩. ট্রেড প্রশিক্ষন
৪. বয়স্ক শিক্ষা প্রকল্প
মোঃ শাহ্ এমরান
উপজেলা সংগঠক
জাতীয মহিলা সংস্থা
কাপাসিয়া,গাজীপুর
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস