Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কার্যবিবরণী

ফেব্রুয়ারী/২০১৫ খ্রি. মাসে অনুষ্ঠিত কাপাসিয়া উপজেলা পরিষদের সাধারণ সভার কার্যবিবরণীঃ

 

 

সভাপতি              ঃ      জনাব খন্দকার আজিজুর রহমান পেরা 

                                  চেয়ারম্যান, উপজেলা পরিষদ,

                                  কাপাসিয়া, গাজীপুর।

সভার তারিখ         ঃ      ০৫.০২.২০১৫ খ্রি.

সময়                  ঃ      দুপুর ১২.০০ ঘটিকা

স্থান                   ঃ      উপজেলা পরিষদ সভাকক্ষ, কাপাসিয়া, গাজীপুর।

 

 

সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরুকরেন এবং সভা পরিচালনার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ করেন। উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রমশুরুকরেন। সভায় নিম্নরূপ আলোচনা ও সিদ্ধান্তগৃহীত হয়। সভার শুরুতে তিনি গত ০২/০১/২০১৫ তারিখে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদের সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন ও দৃঢ়করণ সম্পর্কে মতামত আহবান করা হয়। সভায় কারো কোন আপত্তি, সংশোধনী বা সংযোজনী না থাকায় কার্যবিবরণী অনুমোদন ও দৃঢ় করা হয়।

 

ফরেষ্টার, সূর্য্যনারায়ন বিট অফিস, কাপাসিয়া, গাজীপুর বলেন, আমাদের এলাকায় গজারিবনের ভিতর প্রায়শঃই কে বা কারা আগুন জ্বালিয়ে দেয়। এতে এলাকার পরিবেশ ও ছোট ছোট চারা গাছ আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। তিনি সভাকে আরো বলেন, বন বিভাগের কর্মচারীরাসর্বদা বনের পরিবেশ রক্ষার্থে সচেতন রয়েছে।

 

 

৪র্থ উপজেলা পরিষদের ১ম সভায় নিণাক্ত ব্যক্তি বক্তব্য প্রদান করেনঃ

 

     

 

১। উপজেলা কৃষি অফিসার বলেন, তাদের বিভাগীয় কার্যক্রম যথারীতি  চলছে। এ বছর সারের কোন সংকট নেই বলে সভাকে জানান ও সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।

 

২। উপজেলা শিক্ষাঅফিসারবলেন, আমি এ উপজেলায় সদ্য যোগদান করেছি।  তিনি এ উপজেলায় কর্মরত বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও চেয়ারম্যানদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

 

 ৩। উপজেলা প্রকৌশলী সভায় সকলকে ধন্যবাদ জানিয়েবলেন, তাদের বিভাগীয় কার্যক্রম যথারীতি  চলছে।এখাত হতে গৃহীত প্রকল্পের তালিকা পাঠ করে শুনান এবং প্রকল্পের কাজ বাসত্মবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।তিনি বলেন, পানি ও  ড্রেনের ব্যবস্থা ভাল না। যথাযথ পানি সরবরাহ ও ড্রেনের সঠিক ব্যবস্থা করতে পারলে সমস্যা কিছুটা লাঘব হবে।

 

৪। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সকলকেস্বাগত জানিয়ে বলেন, তাদের বিভাগীয় কার্যক্রম যথারীতি  চলছে।এ উপজেলায় ১২৮ জন জেলে আছে।কাপাসিয়াতে গত তিন বছরে মাছের উৎপাদন প্রায় দ্বিগুন বেড়েছে।এ বছরে ৪২ মেঃটন মাছ উৎপন্ন হয়েছে। ঝাটকা ইলিশ ধরা বন্ধকরনে ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, আমি আগামী ২৯ তারিখ পর্যন্তজেলেদের মাছ বিক্রি করে জীবিকা নির্বাহের জন্য একটা আইডি কার্ড তৈরি করব এবং ঢাকায় তা সরবরাহ করব।তিনি ফরমালিন মেশিনের ব্যবস্থা করার জন্য ইউএনও স্যারকে অনুরোধ করেন। পরিশেষে তিনি বক্তব্য শেষ করেন।

 

৫। উপজেলা প্রাণিসম্পদ অফিসার  বলেন, তাদের বিভাগীয় কার্যক্রম যথারীতি চলছে।রাজাবাড়ি যে স্প্রে স্যান্টারটি আছে তার ব্যবস্থা নেওয়া উচিত।এ উপজেলায় ৪০ লক্ষমেট্রিক টন মুরগী আছে।  তিনি আরো বলেন ,কাপাসিয়াতে দুই হাজারের অধিক মুরগীর খামার আছে।

 

 

৬।

৭। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে বলেন, তাদের বিভাগীয় কার্যক্রম যথারীতি  চলছে। শীঘ্রই ইজিপিপি বরাদ্দ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

৮।  সদ্য যোগদানকৃত উপজেলা সমাজ সেবা অফিসার নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে বলেন, তাদের বিভাগীয় কার্যক্রম যথারীতি  চলছে। সদ্যপ্রয়াত উপজেলা সমাজসেবা অফিসার মরহুম আমীর মোহাম্মদ এর  অকাল মৃত্যুতে সভায় শোক প্রস্তাব উত্থাপন  করেন এবং তা সর্বসম্মতিতে গৃহীত হয়।

 

৯। উপজেলা মহিলা বিষয়ক অফিসার বলেন, যোগদানের পর এটাই তাঁর প্রথম সভা। নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে স্বাগত জানান এবং সবার সহযোগিতায়  তার বিভাগের কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

১০।উপজেলা পলস্নী  উন্নয়ন অফিসার নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণকে স্বাগত জানিয়ে বলেন, তাদের বিভাগীয় কার্যক্রম যথারীতি  চলছে। একটি বাড়ি একটি খামার কার্যক্রম ভালভাবে চলছে মর্মে সভাকে অবহিত করেন।

 

১১। সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে বলেন, তাদের বিভাগীয় কার্যক্রম যথারীতি  চলছে। এ পর্যমত্ম ৫০টি টিউবওয়েল বরাদ্দ পাওয়া যায়। এর মধ্যে মাননীয় এমপি মহোদয়ের অনুকুলে বরাদ্দকৃত ২৫টির তালিকা ও সাবেক উপজেলা চেয়ারম্যান ১৩টির তালিকা প্রেরণ করেছেন। বাকী ১২টি তালিকা প্রেরণের জন্য উপজেলা পরিষদকে অনুরোধ জানানো হয়।

 

১২। উপজেলা যুব উন্নয়ন অফিসার নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে বলেন তিনি সদ্য যোগদান করেছেন, বিভাগীয় কাজকর্ম যথারীতি চলছে এবং সকলের সহযোগিতা কামনা করেন।

 

১৩। উপজেলা সমবায় অফিসার নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে তাঁর বিভাগীয় কাজকর্ম সম্পর্কে সভাকে অবহিত করেন।

 

 

১৪। উপজেলা পাট উন্নয়ন অফিসার নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে তাঁর বিভাগীয় কাজকর্ম সম্পর্কে সভাকে অবহিত করেন । তিনি বলেন বর্তমানে সরকারি পাট বীজ বিনা মূলে কৃষকদের মাঝে সরবরাহ করা হচ্ছে।

 

১৫। পলস্নী বিদ্যুৎ  সমিতি কাপাসিয়া, গাজীপুর এর পক্ষএজিএম-কম নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে বলেন এখন কাপাসিয়ার বিদ্যুতের অবস্থা ভাল আছে। এ উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়ার জন্য পৃথক পৃথক ফিডার দেয়া হয়েছে। নদীর ওপারে যে লাইনটি  আছে তাতে মাঝে মাঝে একটু সমস্যা হয় এবং তা সমাধানের জন্য কাজ চলছে। 

 

১৬। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে  উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স এর পক্ষহতে স্বাগত জানিয়ে বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রম যথারীতি চলছে। তিনি আরো বলেন, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে বিভিন্ন ধরণের অপারেশন ও ভ্যাকসিন সংরক্ষণের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুতের প্রয়োজন। সুতরাং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য উপজেলার সাধারণ সভার মাধ্যমে ডিজিএম,পলস্নী বিদ্যুৎ কাপাসিয়াকে অনুরোধ জানান এবং  তিনি আরো জানান উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে এখন সব ধরনের ডাক্তার আছে। সেবার মানও আগের চেয়ে ভাল।

১৭। সহকারী কমিশনার (ভূমি), কাপাসিয়া নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে  তাঁর বিভাগীয় কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করেন এবং তিনি বলেন, তাঁর দপ্তরের কার্যক্রমের যদি কোন জটিলতা থাকে তা হলে তাঁকে যাতে সরাসরি জানানো হয়।

১৮। চেয়ারম্যান, সিংহশ্রী ইউনিয়ন পরিষদ নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে বলেন সরকারি রাসত্মার পাশে যে সব গাছ আছে তা কিছু লোক কেটে নিয়ে যাচ্ছে, চুরি ও ডাকাতি বেড়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকল্পে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য অনুরোধ জানান।

 

১৯। চেয়ারম্যান, রায়েদ ইউনিয়ন পরিষদ নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে বলেন তাঁর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল।

 

২০।চেয়ারম্যান, টোক ইউনিয়ন পরিষদ নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে বলেন তাঁর ইউনিয়নের দিঘাব মাদ্রাসাটি ঘূর্ণিঝড়ের কারণে মারাত্মক ক্ষতিগ্রস্তহয়েছে। যার ফলে মাদ্রাসাটিতে ছাত্র-ছাত্রীদের স্বাভাবিক লেখাপড়া ব্যাহত হচ্ছে এবং পাঁচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাদটি একেবারেই নষ্ট হয়ে পড়েছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেন তাঁর ইউনিয়নে মাদক দ্রব্যের  প্রবণতা বেড়ে গেছে। জরম্নরি ভিত্তিতে এসবের ব্যবস্থা গ্রহণের জন্য অফিসার-ইন-চার্জ কে অনুরোধ জানান।

 

২১। চেয়ারম্যান, বারিষাব ইউনিয়ন পরিষদ নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে তাঁর ইউনিয়ন পরিষদের পক্ষহতে শুভেচ্ছাজানান এবং কড়িহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসুস্থ । তাঁর জন্য সভার সকলের পক্ষহতে দোয়া চান ও  সুস্থতা কামনা করে বলেন, ইউনিয়নের আইন-শৃঙ্খলার পরিস্থিতি ভাল। তিনি আরো বলেন, তাঁর ইউনিয়নের বেলতলী বাজারের মধ্যে ইটের সলিং করণ, ড্রেন নির্মাণ করণ ও ইউনিয়ন পরিষদের সামনে একটি সাব-মারসিবল টিউবওয়েল স্থাপন করার প্রসত্মাব করেন।

 

২২। চেয়ারম্যান, তরগাঁও ইউনিয়ন পরিষদ নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে তাঁর ইউনিয়ন পরিষদের পক্ষহতে শুভেচ্ছা জানান। তিনি আরো জানান উপজেলা থেকে যে মাছের পোনা বিনা মুল্যে বিতরণ করা হয় তা অপ্রতুল ফলে সমস্যার সৃষ্টি হয়। তাই বিনামূলে বিতরণ না করার জন্য সভার মাধ্যমে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারকে অনুরোধ জানান এবং রাজস্ব তহবিলের গৃহীত প্রকল্পে তাঁর দেয়া প্রকল্প না থাকার কারণ জানতে চান। উপজেলা প্রকৌশলী রাজস্ব ও এডিপির গৃহীত প্রকল্পের তালিকা পাঠ করে শুনান এবং এডিপিতে তরগাঁও ইউনিয়ন চেয়ারম্যানের প্রকল্প অমত্মরভূক্ত আছে মর্মে অবহিত করেন। তরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাননীয় সংসদ সদস্যকে প্রতিটি সাধারণ সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।

 

২৩। চেয়ারম্যান, কাপাসিয়া ইউপি নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে তাঁর ইউনিয়ন পরিষদের পক্ষহতে শুভেচ্ছা জানান।তাঁর ইউনিয়নের মধ্যে কিছু লোক নতুন নতুন  বাড়ি তৈরি করছে অথচ তারা বিল্ডিং কোড মেনে চলছে না। এতে চলাচলের রাসত্মা  ও ড্রেনের সংকট দেখা দিয়েছে ।ফলে প্রতিনিয়ত এলাকাবাসী সমস্যার সম্মুখীন হচ্ছে। উপজেলা থেকে নকশা অনুমোদন করার সময় ইউনিয়ন পরিষদ হতে যাতে প্রত্যয়ন আনা হয় সে বিষয়ে তিনি সভাকে জানান। এতে সরকারের রাজস্ব আদায় হবে। তিনি আরো জানান ১৪-২০ বছরের কিছু যুবক  রাত ১২টা/১টা পর্যামত্ম রাসত্মায় ঘোরাফেরা করে যা সন্দেহজনক। এতে এলাকায়  মদ, গাজা, জুয়া, চুরি, ও ডাকাতির  পরিমান  বৃদ্ধি পাওয়ার  আশংকা রয়েছে এবং  কাপাসিয়া বাজারের ভিতর ড্রেনের সস্ন্যাব না থাকায় প্রতিনিয়ত বাজারে আসা জনসাধারণের দুর্ভোগ পোহাতে হয়। তাই জরম্নরি ভিত্তিতে বাজারের ভিতরে ড্রেনের উপর সস্নাব নির্মাণ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি আরো জানান, কাপাসিয়া গোরস্থানের উন্নয়ন একামত্ম প্রয়োজন।

 

২৪। চেয়ারম্যান, চাঁদপুর ইউনিয়ন পরিষদ নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে তাঁর ইউনিয়ন পরিষদের পক্ষহতে শুভেচ্ছা জানান। তাঁর ইউনিয়নের মধ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। বলখেলা বাজারে একটি টিউবওয়েল স্থাপন করা প্রয়োজন এবং ডা. কাদের এর বাড়ির দক্ষিণ পার্শ্বে পাইপ কালভার্ট নির্মাণ করার জন্য সভায় প্রস্তাব উপস্থাপন করেন।

 

২৫। চেয়ারম্যান, দুর্গাপুর ইউপি নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে তাঁর ইউনিয়ন পরিষদের পক্ষহতে শুভেচ্ছা জানান। রাসত্মার মধ্যে যে ট্রলিগুলো চলাচল করে তাদের কোন লাইসেন্স বা অনুমতি পত্র নেই। ট্রলিগুলো চলাচলের জন্য ছোট ছোট রাসত্মার অবস্থা খারাপ হয়ে পড়েছে। জরম্নরি ভিত্তিতে ট্রলি চলাচল বন্ধ করার জন্য সভাকে অনুরোধ করেন এবং তিনি আরো বলেন তাঁর ইউনিয়নে আইন-শৃঙ্খলার পরিস্থিতি  ভালো আছে।

 

২৬। অফিসার ইনচার্জ, কাপাসিয়া থানা, কাপাসিয়া, গাজীপুরনব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে স্বাগত জানিয়েবলেন আইন-শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে এবং গাজীপুর জেলার মধ্যে কাপাসিয়া উপজেলার আইন-শৃঙ্খলার পরিস্থিতি সবচেয়ে ভাল মর্মে সভাকে অবহিত করেন। এ উপজেলায় নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং  মাদক দ্রব্যের ব্যবহার রোধ করার জন্য জনপ্রতিনিধিদের পুর্ণ সহযোগিতা কামনা করেন। জনপ্রতিনিধিদের সহযোগিতায় এসব অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে তিনি সভাকে অবহিত করেন।

 

 

২৭। মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ কাপাসিয়া, গাজীপুর সকলকে সালাম ও অগ্রীমবাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে   এবং উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা কামনা করে বক্তব্য শেষ করেন।

 

২৮। ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ কাপাসিয়া, গাজীপুর সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরম্ন করেন। তিনি মাননীয় এমপি মহোদয়, চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে দলমত নির্বিশেষে এই উপজেলার সার্বিক উন্নয়নকল্পে একসাথে কাজ করার আহবান জানান এবং এ উপজেলাকে নেশা,সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত একটি উপজেলা গড়ার জন্য সকল ইউপি চেয়ারম্যানের  সহযোগিতা একামত্মভাবে কামনা করেন।

 

২৯। মাননীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া) জনাব সিমিন হোসেন রিমি, উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে স্বাগত জানান ও উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরম্ন করেন। বক্তব্যের শুরম্নতে তিনি উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে দল মত নির্বিশেষে সকলের জন্য কাজ করার আহবান জানান। সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য অনুরোধ করেন।তিনি আরও বলেন, কাপাসিয়া থেকে শ্রীপুর সড়কে বালুর গাড়ি চলাচলের জন্য রাসত্মা ভেঙ্গে যাচ্ছে যার জন্য বালুর ব্যবসায়ীরা যাতে রাসত্মা থেকে ৫ফুটবাহিরে রেখে গাড়ি লোড ও আনলোড করে সে বিষয়ে বালু ব্যবস্থাসায়ীদেরকে নিয়ে একটি মিটিং করার জন্য সভাকে অনুরোধ করেন এবং ট্রলি, হেভিওয়েট গাড়ি চলাচল বন্ধ করার জন্য অনুরোধ করেন।তিনি উপজেলা পরিষদের প্রতিটি মাসিক সাধারণ সভায় উপস্থিত থাকার ইচ্ছা ব্যক্ত করেন। সর্বোপরিসকলের মঙ্গল ও সহযোগিতা কামনা করে তার বক্তব্য শেষ করেন।

 

৩০। চেয়ারম্যান, উপজেলা পরিষদ সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য শুরম্ন করেন। শুরম্নতেই তিনি ধন্যবাদ জানান রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারগণকে একটি অবাদ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার  জন্য। এরপর তিনি এ উপজেলার সকল কমকর্তাগণকে পরিষদের পক্ষথেকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং দলমত নির্বিশেষে একসাথে কাজ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। উপজেলা পরিষদের সাধারণ সভায় প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন তার সাথে তিনি একাত্নতা প্রকাশ করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোন ধরনের অবনতি না হয় তার জন্য ১১টি ইউনিয়নের মধ্যে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কমিটি গঠন করার জন্য আহবান জানান।

 

৩১। উপজেলা নির্বাহী অফিসার সকলকে আমত্মরিক ধন্যবাদ জানিয়ে বলেন উপজেলা পরিষদের সকল নির্বাচিত ও সরকারি কর্মকর্তা, কর্মচারীবৃন্দ একটি পরিবারের মত। তিনি আশা প্রকাশ করেন সকলের ঐকামিত্মক প্রচেষ্টা আর সহযোগিতায় কাপাসিয়া উপজেলা উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পাবে। তিনি উপজেলা পরিষদে প্যানেল চেয়ারম্যান নির্ধারনের জন্য সভাকে আহবান জানালে সভায় সর্বসম্মতিক্রমে ভাইস চেয়ারম্যান (১) জনাব মোঃরেজউর রহমান লস্কর মিঠুও  (২) জনাব সামছুন নাহার ডেইজীউপজেলা পরিষদ,কাপাসিয়াকে প্যানেল চেয়ারম্যান হিসেবে নিধারণ করা হয়।

 

সার্বিক আলোচনার পরে সর্বসম্মতিক্রমে নিম্নবর্ণিত প্রকল্পগুলো বাসত্মবায়নের জন্য সিদ্ধামত্ম গৃহীত হয়ঃ

 

ক্রঃনং

সিদ্ধামত্ম

বাসত্মবায়ন

০১

প্যানেল চেয়ারম্যান হিসেবে (১) জনাব মোঃ রেজউর রহমান লস্কর মিঠু, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ কাপাসিয়া (২) জনাব সামছুন নাহার ডেইজীউপজেলা পরিষদ,কাপাসিয়াকে সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার

 

০২

উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের  অফিসে ব্যবহারের জন্য স্টেশনারী ও মনোহরি দ্রব্যাদি ক্রয়ের জন্য ২৫,০০০/-, আসবাবপত্র ক্রয় করার জন্য ৫০,০০০/-টাকা, উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবনের নিচ তলা মেরামত করার জন্য ১,০০,০০০/-টাকা ও ২য় তলা মেরামত করার জন্য ১,০০,০০০/-টাকা উপজেলা রাজস্ব তহবিল হতে বরাদ্দ দেয়ার জন্য সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধামত্ম গৃহীত হয়।

উপজেলা নির্বাহী অফিসার

উপজেলা প্রকৌশলী

০৩

৩। ০১ টি ফরমালিন মেশিন ক্রয়ের জন্য ১,০০,০০০/-টাকা, ০১ টি ডিজিটাল পিএইচ মেশিন ও ০১টি ডিজিটাল অক্সিজেন মেশিন উপজেলা রাজস্ব তহবিল হতে ১,০০,০০০/-টাকা বরাদ্দ দেয়ার জন্য সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধামত্ম গৃহীত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার,  সিনিয়র উপজেলা মৎস্য অফিসার,  ও

উপজেলা প্রকৌশলী

০৪

১। কাপাসিয়া বাজারের ভিতরে ড্রেনের উপর সস্নাব নির্মাণ বাবদ উপজেলা রাজস্ব হতে ১,০০,০০০/-টাকা বরাদ্দ দেয়ার বিষয়ে সভায় সর্বসম্মত সিদ্ধামত্ম গৃহীত হয়।

 

২। উপজেলা রাজস্ব তহবিল হতে দিঘাব মাদ্রাসার মেরামত বাবদ ১,০০,০০০/- টাকা বরাদ্দের বিষয়ে সভায় সর্বসম্মত সিদ্ধামত্ম গৃহীত হয়।

৩। বেলতলী বাজারের মধ্যে ইটের সলিং করণ এর জন্য ১,০০,০০০/-টাকা উপজেলা রাজস্ব তহবিল হতে বরাদ্দ দেয়ার জন্য সভায় সর্বসম্মতক্রমে সিদ্ধামত্ম গৃহীত হয়।

৪। শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজে শিক্ষক ও ছাত্রী মিলনায়তনের টয়লেট নির্মানের জন্য  ১,০০,০০০/-টাকা উপজেলা রাজস্ব তহবিল হতে বরাদ্দ দেয়ার জন্য সভায় সর্বসম্মতক্রমে সিদ্ধামত্ম গৃহীত হয়।

৫। বলখেলা বাজারে একটি টিউবওয়েল স্থাপন করার জন্য ৭৫,০০০/-টাকা ও ডা. কাদের এর বাড়ির দক্ষিণ পার্শ্বে পাইপ কালভার্ট নির্মাণ করার জন্য ৭৫,০০০/-টাকা বরাদ্দ দেয়ার জন্য সভায় সর্বসম্মতক্রমে সিদ্ধামত্ম গৃহীত হয়।

৬। কোটবাজালিয়া পাকা রাসত্মা হতে কোটবাজালিয়া হাফিযিয়া মাদ্রাসা পর্যমত্ম রাসত্মায় ইটের সলিং করার জন্য ১,০০,০০০/-টাকা উপজেলা রাজস্ব তহবিল হতে বরাদ্দ দেয়ার জন্য সভায় সর্বসম্মতক্রমে সিদ্ধামত্ম গৃহীত হয়।

উপজেলা নির্বাহী অফিসার

উপজেলা প্রকৌশলী

 

সভাপতি গৃহীত সিদ্ধামত্মসমূহ বাসত্মবায়নের জন্য সকলের প্রতি অনুরোধ জানান। আর কোন আলোচনা না থাকায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

 

 

(খন্দকার আজিজুর রহমান পেরা)

চেয়ারম্যান

কাপাসিয়া উপজেলা পরিষদ

কাপাসিয়া, গাজীপুর।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

কাপাসিয়া,গাজীপুর।

 

স্মারক নং- ৪৬.৩৯৯.০০৬.০১.০০০.০০১.২০১৪-১৭২                             তারিখঃ ০২/০১/২০১৫খ্রিঃ

 

বিষয়ঃ কাপাসিয়া উপজেলা পরিষদ, কাপাসিয়া, গাজীপুর-এর এপ্রিল-২০১৫ মাসের সাধারণ সভার কার্য বিবরণী প্রেরণ।

 

 

কাপাসিয়া উপজেলা পরিষদ, কাপাসিয়া, গাজীপুর-এর  এপ্রিল-২০১৫ মাসের কার্য বিবরণী এ সাথে সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো ।

 

(আনিসুর রহমান)

উপজেলা নির্বাহী অফিসার

কাপাসিয়া, গাজীপুর।

০৬৮২৪-৫১৩৬৯

unokapasia@gmail.com

www.unokapasia.com

 

সদয় অবগতি ও কার্যার্থেঃ

১।       মাননীয় জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ ।

২।       যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন), মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা

৩।       যুগ্ম সচিব, স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, উপজেলা-২।

৪।       জেলা প্রশাসক, গাজীপুর।

৫।       পরিচালক, স্থানীয় সরকার, ঢাকা বিভাগ, ঢাকা।

৬।       চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কাপাসিয়া, গাজীপুর।

৭।       ভাইস চেয়ারম্যান/ মহিলা চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কাপাসিয়া, গাজীপুর ।

৮।       .............................................................. অফিসার, কাপাসিয়া, গাজীপুর।

৯।       চেয়ারম্যান, ................................................ ইউনিয়ন পরিষদ, কাপাসিয়া, গাজীপুর।

১০।      অফিস নথি।

 

 

উপজেলা নির্বাহী অফিসার

কাপাসিয়া,গাজীপুর।