Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কাপাসিয়া গরুর হাট এখন অনলাইনে,কাপাসিয়া গরুর হাট ফেইজবুক অনলাইন পেইজ এ চোখ রাখুন
বিস্তারিত

কাপাসিয়া গরুর হাট আপনাকে স্বাগতম

 

সামনে ঈদুল আযহা কে কেন্দ্র করে ও ও স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা প্রশাসন ও   উপজেলা প্রানি সম্পদ অধিদপ্তর এর যৌথ উদ্যোগ এ  একটি অনলাইন ভিত্তিক প্লাটফর্ম  “ কাপাসিয়া গরুর হাট আয়োজন করেছে।এখানে ক্রেতা ও বিক্রেতা অনলাইনে সরাসরি তাদের কোরবানির পশু কেনা-বেচা করতে পারবে । এখানে পশুর সঠিক মান ও দাম নির্ধারণ করা হয় । সর্বোপরি এটি একটি ক্রেতা ও বিক্রেতার অনলাইন ভিত্তিক মিলন মেলা।এখানে খামারিরা গরু বিক্রির বিজ্ঞাপন পোষ্ট করতে পারবে,সেখান থেকে ক্রেতারা তাদের পছন্দ মত গরু যাছাই বাছাই করতে পারবে।গরু সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করতে পারবে।চাঁদাবাজি সম্পর্কিত বিষয়ে যাবতীয় আইনি সাহায্য সহযোগিতা ও পরামর্শ পাবে।

স্বাস্থ্যবিধি না মানলে মৃত্যুর ঝুঁকি আছে

 

 

লক্ষ্য উদ্দেশ্য
অনলাইন কাপাসিয়া গরুর হাট’

  • করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। 
  • কোরবানির হাটের জনসমগম কমানো।
  • স্বল্প সময় এ কোরবানির পশু ক্রয় করা।
  • দালাল এর সম্পৃক্ততা কমানো।
  • ছিনতাই চুরির মত অনাকাঙ্খিত সমস্যা  দূর করা।
  • খামারিদেরকে সরাসরি   সম্পৃক্ত করার মাধ্যমে তরুন উদ্যেক্তাদের প্রানিসম্পদ উৎপাদন ও ব্যবসায় উৎসাহিত করা।

সার্বিক সহযোগিতায়

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রানি সম্পদ অধিদপ্তর,কাপাসিয়া,গাজীপুর।

উপজেলা প্রশাসন

http://kapasia.gazipur.gov.bd/

উপজেলা প্রানি সম্পদ অধিদপ্তর, কাপাসিয়া,গাজীপুর

http://dls.kapasia.gazipur.gov.bd/

গরুর হাট সম্পর্কিত তথ্য ও আইনি বিষয়ক পরামর্শ নিতে যোগাযোগ করুন।

উপজেলা প্রানি সম্পদ অধিদপ্তর, কাপাসিয়া,গাজীপুর

মোবাইলঃ ০১৬৪৮৪০৪২৫৮

কাপাসিয়া থানা,গাজীপুর

কাপাসিয়া পুলিশ স্টেশন,গাজীপুর।০১৭১৩৩৭৩৩৬৭

ওসি-০১৭১৩৩৭৩৩৬৭,ওসি ডিবি -০১৭৬৯০৫৮১৮৬

কাপাসিয়া গরুর হাট এখন অনলাইন এ ,কাপাসিয়া গরুর হাট অনলাইন  ফেইজবুক পেইজ এ চোখ রাখুন। 

https://www.facebook.com/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%97%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9F-106460034472421/

ডাউনলোড
প্রকাশের তারিখ
10/07/2020
আর্কাইভ তারিখ
10/08/2020